প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব

আপডেট: October 24, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন আজ। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবী দুর্গার চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে পুরান ঢাকার শাঁখারীবাজারের পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায় বিবাহিত নারীদের সিঁদুর খেলার দৃশ্য।

দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে তারা একে অপরের মাথায় দেন। কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে লাগিয়ে দেন সিঁদুর।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৌরসদর চাঁচকৈড় শান্তি ভারতী সংঘ সহ উপজেলাধীন সকল মণ্ডপে মন্ডপে মায়ের প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তের আরতি হিসেবে এই সিঁদুর খেলা হয়।

জানা গেছে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা মা দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন।

সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন।

শান্তি ভারতী সংঘ পূজামণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর লাগানো মহনা চৌধুরী বলেন, ‘মাকে বিদায় জানাচ্ছি সিঁদুর দিয়ে।

পূজার মাধ্যমে মায়ের কাছে স্বামীর মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করি। এই সিঁদুর পরেই দেবী আগামী বছর পুনরায় ফিরে আসবেন।’

সিঁদুর খেলার পর চাঁচকৈড়ে প্রতীমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ঢল নেমেছে নন্দকূজা নদীর তীরে।

দেবীকে বিসর্জনের বিষয়ে চাঁচকৈড় শান্তি ভারতী সংঘের এক পুরোহিত জানান, দর্পণ বিসর্জনের মাধ্যমে মূলত সকালেই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়।

বিকালে শুধু আনুষ্ঠানিক শোভাযাত্রা করে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর