নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট: October 28, 2023 |
inbound1585354111617877721
print news

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এবার বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের সে স্বপ্ন খেয়েছে বিশাল এক ধাক্কা।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমটি ছাড়া বাকি চারটিতেই টানা হারের স্বাদ নিতে হয়েছে।

ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে সেমিতে যাওয়ার স্বপ্ন। চার হারের পর জয়ে ফেরার লক্ষ্যে আজ আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল।

দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। দলে ঢুকেছেন শেখ মেহেদী ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলে বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আমহেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।

Share Now

এই বিভাগের আরও খবর