বরগুনায় গাছ কাটা ও জমি দখলের নিউজ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন


বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বাবুগঞ্জ বন কেন্দ্রের বিট কর্মকর্তা আক্তারুজ্জামান এর বিরুদ্ধে সরকারি বন ধ্বংসের অভিযোগ, বদলীর দাবি। নিউজ প্রকাশের পর তদন্তে আসেন এসিএফ।
শনিবার বৈশাখী নিউজ টুয়েন্টিফোর ডট নেট এর প্রতিনিধি কে স্থানীয়রা জানান ডিসেম্বর ১ তারিখ পটুয়াখালী বনবিভাগের আন্ডারে বাবুগঞ্জ বন কেন্দ্রে যোগদান করে ভিট কর্মকর্তা আখতারুজ্জামান ।
শুরু হয় জমি দখল ও গাছ কাটার মহা উৎসব। বাবুগঞ্জ বন কেন্দ্রের নিয়ন্ত্রনাধিন কুমিরমারা বনের গাছ বিক্রি করে, রাতের আধারে গাছকেটে নৌকা ট্রলার যোগে বিভিন্ন ইট ভাটায় নিয়ে যায় ।
গাছকাটার প্রতিবাদ করার প্রতিবাদ করীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় এই কর্মকর্তা ।
শাহজাহান বলেন আমরা কুমির মারা বনের ডিস্ক এন্ড ডাইক এর মধ্যে গরু চড়াই তাও তিনি নিষেধ করে মামলা দেওয়ার হুমকি দেয়।
সোমবার দুপুর ২ টায় তদন্তে আসেন সহকারী বন সংরক্ষক ( এসিএফ), তিনি চলে গেলে আক্তার বলেন এ অভিযোগ দিয়ে লাভ কি আমার কিছুই করতে পারবে না, গেছে লাখ খানেক টাকা।
এ বিষয় এসিএফ কে ফোন দিলে তিনি ফোন তোলেননি।
এলাকাবাসীর দাবি ইকবাল ও তার ভাই আক্তারুজ্জামান বিট কর্মকর্তা কে দ্রুত অপসারণ করে এলাকাবাসিকে তাদের হাত থেকে মুক্ত করা।