সুশৃঙ্খল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: রিজু

আপডেট: January 19, 2024 |
inbound6119355498540918895
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃংখল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ।

১৯ শে জানুয়ারি (বৃহস্পতিবার) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা’র পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফিরোর আহম্মেদ রিজু এ কথা বলেন।

তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিক্রয় নেই। খেলাধূলায় জয় পরাজয় রয়েছে। এতে মন খারাপ করা যাবে না। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে।

তাদেরকে খেলাধূলার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। খেলাধূলা করলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। তিনি সকল শিক্ষার্থী ও যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার করার জন্য আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহমুব মোর্শেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন একাডিম সুপার ভাইজার পদ্মা রানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল মান্নান,শরীরচর্চা শিক্ষক প্রাণ গোপাল বিপ্লব, আবুল কাশেম, সাইফুল ইসলাম প্রমুখ।

ক্রিক্রেট খেলায় শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম স্থান অধিকার করায় তাদেরকে প্রধান অতিথি ট্রফি তুলে দেন।

রানার-আপ হয় কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। অন্যান্য খেলার বিজয়ীদের মাঝে পর্যায় ক্রমে পুরুষ্কার বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর