হাতীবান্ধায় অগ্নিদগ্ধ বৃদ্ধা ফাতেমার মৃত্যু


রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৭৫ বছর বয়সী ফাতেমা বেগম অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত ফাতেমা বেগম উপজেলার বাড়াইপাড়া এলাকার মৃত রুহুল্লার স্ত্রী।
বৃদ্ধার ছেলে শাহ আলম জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে যে কনকনে ঠান্ডা ও হাড়কাঁপানো শৈত্য প্রবাহ চলছে সূর্যের মুখ দেখা যাচ্ছে না।
আমার বৃদ্ধা মা ঠান্ডায় ঘরে থাকতে না পেরে শীত নিবারণের জন্য সকাল ৯টার দিকে পাশের বাড়িতে আগুন পোহাতে যায়। আগুত পোহানোর সময় কখন শাড়িতে আগুন লেগে যায় তা বুঝতে পারেনি।
তিনি যখন বুঝতে পারেন ততক্ষণে শাড়িসহ তার শরীরে দাউদাউ করে আগুন লেগে যায়। তিনি বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করলে আশে পাশে কোন মানুষ না থাকায় তার সমস্ত কাপড়সহ শরীরের ২৫ ভাগ পুড়ে যায়।
এক পর্যায়ে তিনি আগুনের দাহ সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পরে আত্মচিৎকার করতে থাকেন।
তার আর্তনাদ শুনে পাশের বাড়ির একজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। এরপরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।