নিখোঁজ শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় শিবগঞ্জ থানা পুলিশ


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় থানা পুলিশ।
গত ০৯ ডিসেম্বর শিবগঞ্জ থানার মামলা মূলে ওই শিশুকে সেফহোম বায়া রাজশাহীতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, ভিকটিম ফাহমিদা কে গত ৯ ডিসেম্বর মামলার প্রেক্ষিতে মহাস্থান থেকে উদ্ধার করা হয়।
ওই শিশুর পরিবারের লোকজনকে না পাওয়ায় এবং শিশুটি তার পরিবারের ঠিকানা বলতে পারে না, এতে বিপাকে পড়ে পুলিশ।
এর প্রেক্ষিতে থানা পুলিশ অনেক অনুসন্ধান করেও ওই শিশুটির পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনকে না পেয়ে বাধ্য হয়ে সেফহোম বায়া রাজশাহীতে পাঠান ওই শিশুকে।
এব্যাপারে শিবগঞ্জ থানার আব্দুর রাজ্জাক শেখ বলেন, শিশুর পরিবারের লোকজনের সন্ধান করা হচ্ছে। ইতিমধ্যেই ওই শিশুর সন্ধানের জন্য গত ১৩ ডিসেম্বর বেতার বার্তা পাঠানো হয়েছে।
আশা করি অল্প দিনের মধ্যেই শিশুটির পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে এবং ওই শিশুকে পরিবারের সদস্যদের মাঝে তুলে দেওয়া হবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মামলার প্রেক্ষিতে শিশু ফাহমিদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কিন্তু শিশুটির কোন সন্ধান না পেয়ে তাকে সেফহোম বায়া রাজশাহীতে পাঠানো হয়েছে।
তদন্ত অব্যাহত রয়েছে। কেহ যদি ওই শিশুটির সন্ধান পান তাহলে শিবগঞ্জ থানায় যোগাযোগ করবেন।