জরিমানা দিয়ে মিউনিখ বিমানবন্দর ছাড়লেন আর্নল্ড শোয়ার্জনেগার

আপডেট: January 20, 2024 |
boishakhinews 188
print news

 

হলিউডের জনপ্রিয় তারকা আর্নল্ড শোয়ার্জনেগার জার্মানির মিউনিখ বিমানবন্দরে আটকা পড়লেন কয়েক ঘন্টার জন্য। এমনকী জরিমানা দিয়েই বিমানবন্দর থেকে ছাড়া পান এই অভিনেতা! জানা গেছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে মিউনিখ বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে ‘টার্মিনেটর’ তারকাকে। কারণ শুল্ক বিভাগের জেরার মুখে পড়েছিলেন তিনি।

সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, নিজের ছোট এক ভুলের কারণেই এই ক্ষতিপূরণ দিতে হয়েছে টার্মিনেটর তারকাকে।

নিজের সঙ্গে কী কী নিয়ে যাচ্ছেন সেই ফর্ম ফিলাম করার সময় ভুলবশতই নিজের দামি ঘড়ির কথা ভুলে যান অভিনেতা। আর এই ভুলের কারণেই মাশুল গুণতে হলো তাকে। তারপরই বিমানবন্দরের শুল্ক বিভাগের মুখোমুখি হতে হয় তাকে। দীর্ঘ তিন ঘন্টা জেরার পর ছাড়া পান শোয়ার্জনেগার।

মিউনিখ বিমানবন্দরের প্রেস অফিসার থমাস সংবাদমাধ্যমকে জানান, হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার মুক্তি পেয়েছেন এবং তিনি আবার যাত্রা করতে পেরেছেন।

অভিনেতার আটকে থাকার বিষয়ে থমাস বলেন, শোয়ার্জনেগার ফর্ম ফিলাপের সময় একটি মাত্র পণ্যের কথা উল্লেখ করেননি। সেটা ছিল তাঁর ঘড়ি। যেটা কিনা ইউরোপের বাইরে থেকে আমদানি করে ইউরোপে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে।

সে ক্ষেত্রে সবার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাই করা হয়েছে এবং এই কারণেই আটক হন তিনি।
এ বিষয়ে আর্নল্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতা প্রায় তিন ঘন্টার মতো মিউনিখ বিমানবন্দরে আটক ছিলেন। তাঁর সঙ্গে একটি ঘড়ি ছিল, যেটা সম্ভবত জলবায়ু সঙ্কট মোকাবিলা করার তহবিলে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলেন। তবে এই দামি ঘড়ি তিনি সঙ্গে নিতে পারতেন কিন্তু বিমানবন্দরে ফর্ম ফিলাপ করার সময়ই ভুলটা হয়। তবে শুল্ক কর্তাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছন হলিউড অভিনেতা।

এই ঘড়ির জন্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হয় টার্মিনেটর তারকাকে। তারপর ছাড়া পান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর