প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাস, মৌখিকে এসে ধরা

আপডেট: January 25, 2024 |
inbound772222430192358834
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অন্যজনকে দিয়ে পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে মোছা. রোজি আক্তার (২৭) নামে এক চাকরিপ্রার্থী আটক হয়েছেন।

২৪ জানুয়ারি (বুধবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে রোজির হাতের লেখার সঙ্গে খাতার লেখা মেলানোর পর এই জালিয়াতি ধরা পড়ে।

পরে তাকে আটক ক‌রে পুলি‌শে সোপর্দ ক‌রে নিয়োগ বোর্ডের সদস্যরা। আটক রোজি আক্তার হ‌রিপুর উপজেলার মেদনি সাগর গ্রা‌মের ওবায়দুর রহমানের স্ত্রী।

জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখায় গড়মিল দেখা দেয়।

এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন তিনি ।

তিনি আরও ব‌লেন, তার হয়ে যিনি খাতা জমা দিয়ে গেছেন তার স্বাক্ষর আর রো‌জি আক্তা‌রের স্বাক্ষ‌রে অ‌মিল থাকায় জালিয়াতির বিষয়‌টি আরও স্পষ্ট হয়।

Share Now

এই বিভাগের আরও খবর