দক্ষিণ কোরিয়ান গীতিকার শিনসাডং টাইগার মারা গেছেন

আপডেট: February 24, 2024 |
boishakhinews 141
print news

 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গীতিকার শিনসাডং টাইগার মারা গেছেন। তিনি একাধিক জনপ্রিয় কে পপ গানের গীতিকার ছিলেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। গতকাল শুক্রবার তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে মৃত্যুর খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। তবে কোথায়, কখন ও কিভাবে তাঁর মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, সিউলে নিজের কর্মক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলেন শিনসাডং। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন।

‘আপ অ্যান্ড ডাউন’, ‘রলি পলি’র মতো জনপ্রিয় কে পপ গানের সুরকার শিনসাডং টাইগার।

২০০৫ সালে গান লেখা শুরু করেন শিনসাডং টাইগার; পরে সুরকার হিসেবেও পরিচিতি পান তিনি। ২০১১ সালে সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। তিনি এবি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেন।

সম্প্রতি টিআর এন্টারটেইনমেন্টের প্রধান প্রযোজক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
সূত্র : ভ্যারাইটি

Share Now

এই বিভাগের আরও খবর