জয়পুরহাটে ০৪ টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট: March 8, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ০৪ টি স্বর্ণের বারসহ মোস্তাকিম রহমান (২২) নামে ১ জন চোরাকারবারীকে অটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

শুক্রবার বিকেলে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, ০৮ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুরিয়া বিওপি”র টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮৯ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদার নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

জব্দকৃত ০৪ টি স্বর্ণের বারের ওজন ৪৫০ গ্রাম। যার মূল্য প্রায় ৪৪ লক্ষ ৮১ হাজার ০২ শত টাকা ।

আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদেরকে বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি”র এই কর্মকর্তা নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর