জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট: March 9, 2024 |
inbound4794753215876303691
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিদুৎ, তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে জয়পুরহাটে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকালে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জি: গোলাম মোস্তফা,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ:ওয়াহাব,শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আ:মতিন, সদস্য বেলায়েত হোসেন বেনু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য কাজী জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসান উদ্দীন তুষার, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন, বিএনপি নেতা মিজান, মকুল বাবুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ ওয়াহাব বলেন, বিদুৎ,তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

অবিলম্বে বিদুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ ও দ্রুত কমানোর দাবী জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর