কুষ্টিয়ায় চলছে তিনদিন ব্যাপী ইসলামিক বই মেলা

আপডেট: March 9, 2024 |

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় চলছে তিনদিন ব্যাপী ইসলামিক বই মেলা। শহরের কুঠিপাড়া মোমতাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে চলছে এই বই মেলা৷

মঙ্গলবার উদ্বোধনের পর থেকে বিপুল সংখ্যক ইসলামি বইপ্রেমী, ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।

শুক্রবার শুরু হওয়া এই মেলা চলবে আজ শনিবার পর্যন্ত।

মোমতাজুল উলুম মাদরাসা ও ইসলামিক জোন কুষ্টিয়ার পরিচালক মাওলানা আরিফুজ্জামান জানান, ৫ বছর আগে শুরু হওয়া এই বইমেলায় প্রতি বছর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।

এছাড়াও প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে খ্যাতিমান ইসলামি লেখক কথাসাহিত্যিকদের অনেকেই মেলায় উপস্থিত হন। এ বছরও মেলায় পাঠকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি জানান, মেলায় মোট ৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। অভিজাত ইসলামি প্রকাশনীগুলোর মধ্যে মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, গাউছিয়া পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, আশরাফিয়া বুক হাউজ, আশরাফিয়া বুক ডিপো, রাহনুমা প্রকাশনী, বইঘর, নাশাত, কালান্তর প্রকাশনী, সিয়ানা পাবলিকেশন্স, হুদহুদ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, মুহাম্মদ পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, দারুল আরকাম ও সমকালীন প্রকাশনী এবারের বই মেলায় অংশ নিয়েছে৷ মেলা উপলক্ষে আরবি ও উর্দু কিতাবের বিশেষ মূল্যছাড় চলছে।

এছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৪৫% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেলায় বই কিনতে আসা শুভ ইসলাম বলেন, ‘কুষ্টিয়া বইমেলা হতে সংগ্রহ করলাম বেশ কয়েকটি বই।

এবারের বই মেলা খুব আনন্দে কাটছে৷ অনেক গুণী মানুষের সোহবত পেয়েছি, আলহামদুলিল্লাহ৷ আরো বই কেনার ইচ্ছা ছিল কিন্তু সীমাবদ্ধতার কারণে অল্পে তুষ্ট থাকতে হচ্ছে৷

দেশের সর্বত্র এধরনের অনুষ্ঠান আয়োজন করা দরকার।’ মুসলমানদের সাংস্কৃতিক ভিত্তি মজবুত করতে এরকম আয়োজনের বিকল্প নেই বলে জানান তিনি৷

সন্দীপন প্রকাশনের বিক্রেতা সেলিম বলেন, ‘বেশ ক্রেতাসাধারণ আসছে মেলায়। পাঠকরা বিভিন্ন ধরনের বই দেখছে এবং কিনছে। গত দুইদিন বেশ ভালোই ব্যবসা করতে পেরেছি।’

Share Now

এই বিভাগের আরও খবর