তুফান সিনেমার শুটিংয়ের জন্য ভারত যাচ্ছেন শাকিব খান

আপডেট: March 10, 2024 |
boishakhinews 46
print news

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করেছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ভারত যাচ্ছেন তিনি। সেখানে পুরো মার্চ মাস ব্যস্ত থাকবেন ‘তুফান’ সিনেমার শুটিং নিয়ে। এরই মধ্যে ‘তুফান’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে।

জানা গেছে, আগামী ১৪ কিংবা ১৫ মার্চ চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শাকিব খান।

সিনেমাটি নিয়ে জনপ্রিয় এই নায়ক বলেন, ‘‘তুফান’ তুফানের মতোই হবে। চমকে যাওয়ার মতো লোকেশনে তুফানের শুটিং হবে। সবারই সিনেমাটি নিয়ে বড় রকমের চিন্তাভাবনা। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। তাই বড় পরিসরেই নির্মাণ হবে তুফান। তবে শুধু তুফান নয়, রাজকুমার সিনেমাটিও বড় পরিসরে নির্মাণ করা হয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে বাংলা সিনেমা নিয়ে দর্শকদের ধারণাই বদলে যাবে।’

‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন রায়হান রাফী। প্রযোজক হিসেবে রয়েছে যৌথভাবে দেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।

প্রযোজনা সূত্রে জানা যায়, এ মাসের মাঝামাঝি সময়ে তুফানের শুটিং শুরু হবে ভারতে। সেখানে টানা শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা। তবে তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন– তা আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার মিমি চক্রবর্তী অভিনয় করবেন। ইতোমধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

Share Now

এই বিভাগের আরও খবর