নতুন ধরনের যুদ্ধ ট্যাংক উদ্বোধন করেছেন কিম জং উন

আপডেট: March 14, 2024 |

সামরিক প্রশিক্ষণ অনুশীলন তত্ত্বাবধানকালে নতুন ধরনের যুদ্ধ ট্যাংক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পরই নতুন এই ট্যাংক উন্মোচন করল উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাংক মহড়ায় ইউনিফর্মধারী সৈন্যদের স্যালুট গ্রহণ করছেন এবং লাইভ-ফায়ার ‘ট্রেনিং ম্যাচ’ মহড়া দেখছেন। এ সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা।

কেসিএনএ জানিয়েছে, ট্যাংক সম্পর্কে ক্রুদের বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাংকে উঠে নিজেই চালিয়ে দেখেন।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে আসছে। নতুন যুদ্ধ ট্যাংক উম্মোচন পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া হিসেবেই মনে করা হচ্ছে।

কেসিএনএ বলেছে, নতুন ধরনের যুদ্ধ ট্যাংকগুলোর ‘সফলভাবে চমৎকার হামলার ক্ষমতা’ প্রদর্শন করার বিষয়ে কিম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর