সিংগাইরে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু-কিশোর নিয়ে কেক কাটলেন এমপি টুলু

আপডেট: March 17, 2024 |
inbound7050054197150552993
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মুজিব কোর্ট পরিহিত ১০৪ জন শিশু-কিশোর নিয়ে ১০৪ পাউন্ড কেক কাটলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ কেক কাটা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও পলাশ কুমার বসু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,সহকারী কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান,সিংগাইর সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির,উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান,, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন , অধ্যাপক বেণী মাধব সরকার, মুক্তিযোদ্ধা বশির উদ্দিন, মো.সাদেক আলী ও জগদীশ চন্দ্র মালো,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম,উপজেলা যুবলীগ সভাপতি মো.তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সংবাদকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর