গাজায় ফের ইসরায়েলের হামলায় ২৫০ জনের ও বেশি ফিলিস্তিনি নিহত

আপডেট: March 20, 2024 |

 

গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলের চলমান অভিযানে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতালটিতে গত সোমবার ভোররাত থেকে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালটিতে হাজার হাজার অসুস্থ এবং আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত লোক রয়েছে।

মিডিয়া অফিস বলেছে, ‘ইসরায়েলি বাহিনী হাসপাতালে গুলি চালিয়েছে, এতে ২৫০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত ও আহত হয়েছে।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘তাদের সৈন্যরা হাসপাতালের অভিযানের সময় প্রায় ৯০ বন্দুকধারীকে হত্যা করেছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করেছে।’

সামরিক বাহিনী জানিয়েছে, ‘সৈন্যরা বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসাকর্মী ও চিকিৎসা সরঞ্জামের ক্ষতি প্রতিরোধ করে সন্ত্রাসীদের নির্মূল করেছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্র খুঁজে পেয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এই হাসপাতালকে হামাসের শীর্ষ সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালানোর জন্য আবারো ব্যবহার করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে গত নভেম্বরেও আল-শিফায় অভিযান চালিয়েছিল ইসরায়েল। সে সময় সারা বিশ্ব এ ঘটনায় নিন্দা জানিয়েছিল।

ইসরায়েল বারবার অভিযোগ করেছে, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করে। হামাস এই দাবি অস্বীকার করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর