বগুড়ায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: June 27, 2024 |
inbound9162593578307310586
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ বিপুল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

২৬ জুন (মঙ্গলবার) সকাল ২১.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২,বগুড়া জানতে পারে যে,বগুড়া সদর থানাধীন কাটনারপাড় এলাকায় প্রাইভেট কার এ করে মাদক ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন।

inbound8642223749981264610

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল জেলা সদরের কাঠনারপাড়া গ্রামের রাস্তার উপর অভিযান পরিচালনা করে

মোঃ বিপুলকে গ্রেফতার করা হয়। এময় সময় প্রাইভেট কারে বিশেষ কায়দায় রক্ষিত ৬৪ বোতল ফেন্সিডিল,মাদকদ্রব্য পরিবহনের একটি কার,একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড ও নগদ ১৫,৫০০(পনেরো হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ বিপুল কে গ্রেফতার করা হয়।

inbound6543612097451342747

উল্লেখ্য যে,ধৃত আাসামী বিপুলের নামে বগুড়া সদর ডিএমপি দারুস সালাম,জিএমপি খিলক্ষেত থানায় ৪ (চার)টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়।

র‍্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী বিপুল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর