নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আপডেট: July 1, 2024 |
inbound7299368361619564724
print news

নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম ও নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকট অব অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন গৃহায়ই ও গণপূর্তমন্ত্রী র হ ম মুক্তাদির।

একই সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

আজ মন্ত্রিসভার বৈঠক নিয়ে সচিবালয়ে ব্রিফ করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

Share Now

এই বিভাগের আরও খবর