বগুড়ায় নবাগত পুলিশ সুপার জাকির হাসানের যোগদান

আপডেট: July 10, 2024 |
inbound3323820275198155979
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন জাকির হাসান।

১০ জুলাই (বুধবার) নবাগত পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর বিদায়ী পুলিশ সুপার( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম নবাগত পুলিশ সুপার জাকির হাসান পিপিএমকে ফুলের শুভেচ্ছা জানান।

inbound8030162660967803569

নবাগত পুলিশ সুপার জাকির হাসান,পিপিএম বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিস ও ফোর্সদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

inbound8290006100158586066

এসপি জাকির হাসান, পিপিএম ২৫তম বিসিএস এর একজন অন্যতম মেধবী, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি বগুড়া জেলায় যোগদানের পূর্বে ফেনী জেলায় পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর