শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

আপডেট: August 6, 2024 |
inbound6620852012584879386
print news

আবারও ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন।

এর আগে সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৬ ঘণ্টা বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

সোমবার কামরুল ইসলাম জানান, বিকাল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকালে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে, ঠিক কী কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, তা জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর