কাশিমপুর কারাগারে বন্দিদের বিক্ষোভ, গুলিবর্ষনের অভিযোগ কারাফটকের সামনে স্বজনদের ভিড়
মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: নানা অনিয়নম ও বন্দিদের মারধরের অভিযোগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিরা বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন রা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে কারাবন্দিদের স্বজনরা সেখানে ভিড় জমিয়েছেন।
বেলা পৌণে ১২টার দিকে ইসালামী চিন্তাবিদ ও শিশু বক্তাখ্যাত মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী ও তার লোকজন কারা কতৃর্পক্ষের নানা অনিয়নমের প্রতিবাদে মিছিল নিয়ে কাশিমপুর কারাগারের প্রধান ফটকে অবস্থান নেন।
পরে সেনা সদস্যরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রফিকুল ইসলাম মাদানী কারা ফটকে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার প্রদানকালে জানান, বিভিন্ন সূত্রে জেনেছি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার সেখানে কারাবন্দি ওলামা আলেমদের ঠিকমতো খাবার দিচ্ছে না, অযথাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কাররক্ষিদের দিয়ে তাদের লাঠি চার্জ করেন।
এসময় যখন বন্দিরা উত্তেজিত হয়ে যান তখন সাইরেন বাজিয়ে অস্ত্র নিয়ে বন্দিদের উপর হামলে পড়ে। এমনকি বন্দিদের উপর গুলিও ছেঁাড়ার অভিযোগ করেন তিনি।
এতে কয়েকজন আহত হওয়ারও খবর পেয়েছি। গত রাত থেকে বন্দিদের কিছুই খেতে দেয়া হয়নি।
মঙ্গলবার দুপুরে তিনি কারা ফটকের ভিতরে গিয়ে সেখানে থাকা সেনা সদস্যদের সঙ্গে দেখা করে তার এসব অভিযোগের কথা জানিয়েছেন।
তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। কেউ আহত হয়ে থাকলে তাদের চিকিৎসা ও ভেতরের বন্দিদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে।
সেখানে কর্তব্যরত সেনা কর্মকর্তার সঙ্গে আলাপশেষে কারাফটক থেকে বেরিয়ে আসার সময় আবারো গুলির শব্দ শুনেছেন বলেন তিনি।
এ ব্যাপারে কারা কর্মকর্তাকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা সুপার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কারাগারের ভেতরে কারাবন্দিদের বিক্ষোভের খবর শুনে কাশিমপুর কারাগার এলাকায় অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে গুলি বর্ষন ও গুলিবিদ্ধ হয়ে বন্দিদের আহত হওয়ার তথ্য জানতে পারেনি বলেন তিনি। খেঁাজ নেয়ার চেষ্টা করা হচ্ছে।