মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি জনতা
বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ঢুকতে দেয়নি সাধারণ জনতা। এ সময় তাকে দেখে দুয়োধ্বনি দেয় উৎসুক জনতা।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত পৌনে ৯টায় বঙ্গভবনের প্রবেশ পথে আসে মাহি বি চৌধুরীকে বহনকারী গাড়ি।
এর আগে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
পরে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। এরপর মাহি বি চৌধুরীর গাড়ি এলে তাকে দেখে ব্যাঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে জটলা পাকানো উৎসুক জনতা।
তার গাড়ি ঘিরে রেখে ভুয়া ভুয়া স্লোগানে তাকে তিরস্কার করতে থাকে জনতা।
একপর্যায়ে তাকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও উৎসুক জনতার চাপে সেটি করা যায়নি। পরে গাড়িটি মাহি বি চৌধুরীকে নিয়ে পিছু হটে এবং বঙ্গভবনের সামনে থেকে চলে যায়।