জয়পুরহাটে ডিসি-এসপি ও সেনাবাহিনীর থানা পরিদর্শন, কার্যক্রম শুরু

আপডেট: August 9, 2024 |
inbound8350687008521607486
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাট বন্ধ থাকা সদর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে এ কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর ১২টার দিকে সদর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফট্যান্যান্ট কর্ণেল জুবায়ের প্রমুখ।

পরিদর্শন শেষে এক ভুক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের এক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব।

সেনাবাহিনী সকল উপজেলায় যাচ্ছে। এই কয় দিনে যা হয়েছে সেসব বিষয়ে মানুষ গিয়ে থানায় অভিযোগ জানাতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর