কুষ্টিয়ার সাত থানায় পুলিশের কার্যক্রম শুরু

আপডেট: August 12, 2024 |
inbound3353966178788844451
print news

কুষ্টিয়ায় পুরোদমে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। কুষ্টিয়া মডেল থানা বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

আজ সোমবার (১২ আগষ্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার আলমগীর হোসেন পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তারা পুলিশকে ফুল ও কোরআন শরীফ উপহার দেন। একই সঙ্গে কুষ্টিয়ার বাকি ৬টি থানা যথাক্রমে মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানাতে ও পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ সুপার বলেন, পুরোদমে পুলিশের কার্যক্রম শুরু হলো। ট্রাফিক পুলিশও কাজ শুরু করেছে। থানা থেকে চুরি যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর