কুষ্টিয়ায় ৫ থানার পুলিশ কাজে যোগ দিয়েছে

আপডেট: August 12, 2024 |
inbound3314987445846855258
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেন। তবে মডেল থানার সকল কার্যক্রম আপাতত সদর পুলিশ ফাঁড়ি (আমলাপাড়া) এলাকায় চলমান থাকবে।

এরইমধ্যে পুলিশ সদস্যরা জেলাবাসীর জানমালের নিরাপত্তা দিতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এ ছাড়া ট্রাফিক পুলিশরা সড়কে দায়িত্ব পালন করছেন যথারীতি। এতে সড়কের শৃঙ্খলা ফিরেছে।

কুষ্টিয়া পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, জেলার চার উপজেলার সাতটি থানা ও পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কনস্টেবল ও ট্রাফিক বিভাগে কর্মকর্তা কাজ শুরু করেছেন।

তবে মডেল থানার সকল কার্যক্রম আপাতত সদর পুলিশ ফাঁড়ি (আমলাপাড়া) এলাকায় চলমান থাকবে। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের রাশেদ মিয়া বলেন, পুলিশ কাজে যোগ দিয়েছে।

তারা ইতিমধ্যে মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করছে। এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুযোগ সন্ধানী ও দুস্কৃতিকারীরা গা ঢাকা দেবে।

আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটবে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘থানায় কাজে যোগ দেওয়ায় আমি কর্মকর্তা ও কনস্টেবলদের স্বাগত জানিয়েছি।’

Share Now

এই বিভাগের আরও খবর