শুরু হলো আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন

আপডেট: August 12, 2024 |
inbound1362637473031841131
print news

আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে সোমবার (১২ আগস্ট) থেকে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সহকারী সচিব (ওমরাহ শাখা) তফিকুল ইসলাম বলেন, আজ থেকে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক নিবন্ধন সারা যাচ্ছে।

সোমবার বিকেলে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট অনুষ্ঠিত, আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন।

তবে আগামী বছর হজের জন্য কত খরচ হবে তা এখনও নির্ধারণ হয়নি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।

এর আগে ২০২৫ সালে কোন দেশ থেকে কতজন হজ পালন করতে যেতে পারবেন সে তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন বলে জানা গেছে।

২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিলো এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য ছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, আর বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর