সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ছয় জিম্মিকে মৃত উদ্ধারের পর নতুন করে এই বিক্ষোভ শুরু হয়।
ইসরায়েলি বিক্ষোভকারীদের দাবি, এখনই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।
একই দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন।
সোমবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১১ মাসে আগে গাজায় যুদ্ধ শুরুর পর এটিকে অন্যতম সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা।
গতকাল রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতি হয়েছে।
বিক্ষোভকারীরা ‘এখন, এখন’ বলে স্লোগান দিতে থাকেন এবং দাবি করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিক্ষোভকারী তেল আবিবে রাস্তা ব্লক করেছে এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে।
গাজায় জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ থামাতে এবং তাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহুর ‘ব্যর্থতার ফল’ হলো এই ছয় জিম্মির মৃত্যু।
এদিকে, যুদ্ধবিরতির জন্য সরকারকে চাপ দিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ফেডারেশন হিস্টাড্রুত। গত ৭ অক্টোবরের পর এই প্রথমবার এ ধরনের পদক্ষেপ নিল তারা।
ইউনিয়ন বলেছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ থাকবে। এটি ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত।
বিমানবন্দরটি বন্ধ থাকলে দেশটির ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবাসহ অর্থনীতির সব প্রধান খাতই ক্ষতিগ্রস্ত হতে পারে।
হিস্টাড্রুট প্রধান আর্নন বার-ডেভিড বলেছেন, একটি (যুদ্ধবিরতি) চুক্তি অন্য যেকোনও কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।
এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। সেইসঙ্গে তিন শতাধিক ব্যক্তিতে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।