ইন্দুরকানীতে প্রাইভেটের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে শিশু শিক্ষার্থীকে মারধর

আপডেট: September 12, 2024 |
inbound4554469801011983411
print news

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাইভেটের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে ৫ম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ইন্দুরকানী সরকারি কলেজের রসায়ন প্রদর্শক (Chemistry Demonstrator) মসিউর রহমান এর উপর।

সোমবার সন্ধ্যায় মশিউর রহমান তার নিজ বাসায় প্রাইভেট পড়তে গেলে শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ইন্দুরকানী বাজার ব্যবসায়ী মোঃ ইলিয়াস হাওলাদার এর ছোট ছেলে মোঃ আননাফি (১১) মশিউর রহমান এর কাছে প্রতিদিন প্রাইভেট পরতে যায়, কিন্তু দুই মাসের বকেয়া ১০০০ টাকা না দেওয়ায় ওই শিশু শিক্ষার্থীকে কয়েকবার মারধর করেন। পরে বাসায় এসে ওই শিশু শিক্ষার্থী মারধরের ঘটনাটি তার পরিবারকে জানান।

শিশু শিক্ষার্থী মোঃ আননাফির বাবা মোঃ ইলিয়াস হোসেন জানান, ইন্দুরকানী সরকারি কলেজের রসায়ন প্রদর্শক (Chemistry Demonstrator) মশিউর রহমান কে আমি ১৪ বছর ধরে বিনা টাকায় খাইয়েছি যার কারনে সে আমার বড় সন্তান কে প্রাইভেট পড়াইতো।

আমার স্ত্রী বাসায় রান্না করে দিতো আর সেই খাবার আমি আমার সন্তানকে দিয়ে তার কাছে পাঠিয়েছি এমনকি কখনো আমি তার নিকট থেকে কোনো প্রকার টাকা পয়সা নেইনি।

আমার বড় ছেলে ঢাকায় এখন পড়াশোনা করে তাই আমি আমার ৫ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলেকে মশিউর রহমান এর কাছে প্রাইভেট পড়তে দিয়েছি মাসে ৫০০ টাকা বেতন হিসেবে।

কিন্তু আমি তাকে আগের মত খাওয়াইতে না পাড়ার ক্ষোভে ও প্রাইভেট এর বেতন দিতে দেরি হওয়ার কারনে মশিউর রহমান আমার ছেলেকে কয়েকবার মারধর করেছে এতে আমার ছেলে শারীরিক ও মানুষিক ভাবে অসুস্থ হয়ে পরে। আমি এর ঘটনার বিচার চাই।

এই বিষয় অভিযুক্ত মশিউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন আমি প্রাইভেটের টাকার জন্য ওই শিক্ষার্থীকে মারধর করিনি ওই শিক্ষার্থী ঠিক মত পড়াশুনা করে না পড়তে এসে বসে থাকে তাই তাকে মেরেছি।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, শিশু শিক্ষার্থীকে মারধরের বিষয় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর