জয়পুরহাটে দোগাছী ইউনিয়নের জনগণের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের সাধারণ জনগণের সাথে বুধবার বিকেলে কুঠিবাড়ী ব্রিজ চত্বরে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রউফ’ র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসনে বেনুর সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরদার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, থানা জামায়াতের আমির ইমরান হোসেন, শহর জামায়েত ইসলামী আমির আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মেশকা হাসান,বিশিষ্ট্য ব্যবসায়ী আল ইমরান ছোটন, ছাত্রনেতা সুমন, সেচ্ছাসেক নেতা মোরশেদ হোসেন সহ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেত্ববৃন্দ সহ ইউনিয়ন জামায়াতের নের্তৃবৃন্দ ও সাধারণ জনগণ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন, বক্তব্যে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশে রুপান্তরের দৃঢ় বাসনা পোষণ করেন।
দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতাকে মমত্ববোধের মাধ্যমে পুলিশী সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন।
তিনি তাঁর বক্তব্যে জয়পুরহাট পুলিশকে জনসেবার রোল মডেল হিসেবে অনন্য নজীর সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে লুট হওয়া অস্ত্রের সন্ধানে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
দোয়া পরিচালনা করেন উত্তর জয়পুর ঈদগাহ ময়দানের পেশ ইমাম মা:আব্দুল খালেক সরদার।