ঠাকুরগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট: September 14, 2024 |
inbound1666304293436172462
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রাসেল (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাসেল সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিসুর রহমানের ছেলে।

১৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার ভবানীপুর থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাহেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক সাহেদের তথ্য মতে পুলিশ জানায় , শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে।

নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ঘাতক সাহেদের কথামত এলাকার লোকজন পুলিশকে ফোনে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে আহত সাহেদ দায় স্বীকার করে আত্মসমর্পন করে।

পুলিশ রাতেই সাহেদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শাল বনে যায়। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ।

শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাহেদ নামে একজনকে আটক করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর