বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

আপডেট: September 14, 2024 |
inbound1379136084257863901
print news

অতীতের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্ববাজারে বাড়ায়, যেকোনো সময় দাম বাড়তে পারে দেশের বাজারেও। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। যেকোনো মুহুর্তে সোনার আউন্স ২ হাজার ৬০০ ডলার হয়ে যেতে পারে বলেো মনে করছেন বাজুস নেতারা। তাদের মতে, বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেো বাড়াতে বাধ্য হবেন তারা।

দেশে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে।

Share Now

এই বিভাগের আরও খবর