ফের খুললো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আপডেট: September 14, 2024 |
inbound5764940942584210430
print news

পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার পানি কর্ণফুলীতে নিষ্কাশন হচ্ছে।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়।

কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও পানি রয়েছে ১০৮ দশমিক ৫৫ ফুট মীন সি লেভেল।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিনের ক্রমাগত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে।

এজন্য ফের কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার পানি কর্ণফুলীতে নিষ্কাশন হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর