বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম-পুলিশ বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: September 17, 2024 |
inbound5967469738700411897
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠন বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বগুড়া জেলা গ্রাম পুলিশের আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম পুলিশ থানা কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ।

বগুড়া সদর থানা কমিটির শ্রী-শিবনাথ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লাল মিয়া।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম মহাসচিব নাইম হোসেন,ভাইস চেয়ারম্যান মাসুম খান,কোষাধ্যক্ষ সুমন,যুগ্ম মহাসচিব ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।

পরে সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ থানা কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ কে সভাপতি, সারিয়াকান্দি থানার গ্রাম পুলিশ মজিবর রহমানকে সাধারণ সম্পাদক বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর