সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসনের যুগ্ম সচিব আলী আযমকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ঘটনায় তিনি আলোচনায় আসেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। তবে যারা ডিসি হতে পারেননি, তারা এই দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে হট্টগোল করেছিলেন।
উপসচিব পর্যায়ের ওই সব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ (এপিডি) শাখার যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে ঢুকে হইচই-হট্টগোল শুরু করেন।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ জেলায় নতুন ডিসির নিয়োগ বাতিল করে। এসব পদে শিগগির নিয়োগ হবে। এ ছাড়া ৪ ডিসির জেলা পরিবর্তন করা হয়। ইতিমধ্যে নতুন নিয়োগ পাওয়া ডিসিরা জেলায় যোগদান করেছেন।
এদিকে ওই হট্টগোলের ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেনের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।