সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট: September 21, 2024 |
inbound7170126107767000071
print news

সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় তাদের মৃত্যু হয়েছে।

তারা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টির বজ্রপাত শুরু হয়। এসময় জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছু এলাকায় বজ্রপাতের খবর পাওয়া গেলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর