সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক

আপডেট: October 6, 2024 |
inbound6783650503607520431
print news

রাজধানীর বনানী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

রোববার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি জানান, আজ (রোববার) আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়া আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, আমিনুল ইসলাম খান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি কাজ করেন। কাতারে বাংলাদেশ অ্যাম্বাসির প্রথম সচিব ছিলেন তিনি। যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের সচিবালয়ের যুববিষয়ক এশিয়া আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদক।

Share Now

এই বিভাগের আরও খবর