তিন মাসের মধ্যে পুলিশে সংস্কারকাজ শেষ হবে: সফর রাজ হোসেন

আপডেট: October 6, 2024 |
inbound8611217962673070866
print news

পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন জানিয়েছেন, পুলিশে সংস্কার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সফর রাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। গত কয়েকদিন ধরে নিজেরা ইনফরমাল আলোচনা করেছি। আমি কীভাবে কি করব সেটা নিয়ে পরিকল্পনা করেছি।

পুলিশের বিষয়ে প্রচুর পরিমাণে আইনের বই এবং নীতিমালা আমরা সংগ্রহ করেছি। আমাদের সঙ্গে আইন বিশেষজ্ঞও রয়েছেন। এখন আমরা সবাই বসে একটা কর্মপরিকল্পনা করব।

তিনি আরও বলেন, যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ তাদের কর্মপরিকল্পনা করে আমরাও তেমন একটি সুপারিশ করব। যে যে ধারা পরিবর্তন বা সংশোধন লাগবে সেসব বিষয় নিয়ে সুপারিশ থাকবে।

আমরা একটি ওয়েবসাইট করারও চিন্তা করেছি। সময় আমাদের অল্প, মাত্র তিন মাস। আশা করছি এই তিন মাসের ভেতরে আমাদের কাজ শেষ হবে।

Share Now

এই বিভাগের আরও খবর