৭ দিনের রিমান্ডে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ

আপডেট: October 6, 2024 |
inbound7226828481752873955
print news

রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে হামলা চালিয়ে জাতীয়তাবাদী যুবদল নেতা শামীম হত্যার ঘটনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আজাদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে, তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। এইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়।

এসময় যু্বদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর