তজুমদ্দিনে নবাগত ওসি ও সাংবাদিকদের মতবিনিময়

আপডেট: October 23, 2024 |
inbound2720569904036542074
print news

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ তজুমদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচয় প্রদানের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক ফখরে আজম (পলাশ), সাবেক সভাপতি রফিক সাদী, যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, সাইদুল হক মুরাদ, মোঃ ফারুক, আকতার হোসেন।

এছাড়াও খন্দকার নিরব, মোঃ আল মামুন, কিশোর মনির, মোঃ কবির, সাইফুল ইসলাম সাকিবসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা সমাজের দর্পন এবং মর্যাদার। সমাজ উন্নয়নে ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন।

তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সংবাদ আদান প্রদানে সমন্বয় আবশ্যক। এ ব্যাপারে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকদের সংবাদ পরিবেশনে এবং প্রকৃত সত্য তুলে ধরতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি এড়াতে ও উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেগবান করার কথা উল্লেখ করে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম (পলাশ)।

Share Now

এই বিভাগের আরও খবর