বাগেরহাটে কার্বন নিঃসরণ কমানোর দাবীতে এ্যাডভোকেসি সভা

আপডেট: October 24, 2024 |
inbound1645077522435584049
print news

বাগেরহাট প্রতিনিধিঃ সবুজ শক্তিকে কাজে লাগানো এবং কার্বন নিঃসরণ কমানোর দাবীতে বাগেরহাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, সমুদ্র নিকটবর্তী হওয়ায়, এই  এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মেনে নিয়ে যুদ্ধ করে জীবন অতিবাহিত করে।

জলবায়ু পরিবর্তনের এই সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের একঝাক তরুন যুবরা জলবায়ু ন্যয্যতা, কার্বন নিঃস্বারন কমানো, সবুজ শক্তিকে কাজে লাগানো, নবায়ন শক্তির ব্যবহার বাড়ানো,  জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি, জেন্ডার সংবেদনশীল সরকারী সেবা নিশ্চিত, যে কোন দূর্যোগ যেমন ঝড়, বন্যা, খরা, নদী ভাঙ্গন, স্বা্স্থ্য সেবা বিশেষ করে জরুরী  অবস্থায় যুব নারী ও পুরুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে আন্দোলন করে যাচ্ছে।

আর বিষয়গুলোকে বিবেচনা করে বাগেরহাটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে রামপাল  ও বাগেরহাটের এ্যাক্টিভিস্টার উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায়  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম. যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , মোসাঃ নাসরিন সুলতানা, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিডরাতুল মুনতাহা, এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহন করে।

Share Now

এই বিভাগের আরও খবর