জয়পুরহাটে শোরুম থেকে ৬০ লক্ষ টাকার মোবাইল চুরি, দুই চোর আটক

আপডেট: October 25, 2024 |
inbound6828771076444009636
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচুর মোড় এলাকায় জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরু থেকে বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চোরের দল শোরুম থেকে প্রায় ৬০ লক্ষ টাকার ১৯৫ টি  স্মার্টফোন চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পুলিশ তাদের কাছ থেকে ৩টি ডেমো সহ ১৯৫টি মূল্যবান স্মার্টফোন ও নগদ ১ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধার করে।

চোর চক্রের ২ জনকে গ্রেফতার করলেও কয়েকজন সদস্য পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি  মামলা দায়েরের হয়েছে।

শুক্রবার পুলিশ সুপাররের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে কথা বলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আটককৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালী থানার টমটম ব্রীজ এলাকার মোহাম্মদ লাব্বীর হোসেনের ছেলে কবির হোসেন (৩৪) ও দেবিদার উপজেলার গাংগোনগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন (২৭)।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, বৃহস্পতিবার সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে।

এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে পুলিশ কবির নামে একজনকে আটক করে।

এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কে এম এ মামুন খান চিশতি, সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, ওসি তদন্ত মিজানুর রহমান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর