লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: October 30, 2024 |
inbound4866763383974975707
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরের পিআরবি ব্রিকস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইসলামিয়া মহিলা মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বশিকপুর মহিলা মাদরাসার সুপার মোরশেদ আলম, আবদুল মজিদ মাস্টার, নবম শ্রেণির ছাত্রী জান্নাত সুলতানা, সারিকা সুলতানা, সুমাইয়া ইসলাম, এলাকাবাসী আনোয়ার হোসেন, জামাল উদ্দিন ও মো. ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে বাহার পাটোয়ারী জনবসতি এলাকায় ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন।

আশপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না হলেও স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাটা এলাকার একাধিক মানুষ জানায়, ভাটা মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করে এসেছেন তিনি। সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীকে প্রতি মাসে মাসোয়ারা দিতেন বাহার।

এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর