মোংলায় নিখোঁজের ৩৪ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

আপডেট: November 4, 2024 |
inbound6258885676546445125
print news

বাগেরহাট প্রতিনিধিঃ গত শুক্রবার (১ নভেম্বর) রাতে পশুর চ্যানেলে ‘এমভি মিজান’ ও ‘এমভি এরা স্টার’ নামের দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পানির ঢেউয়ে পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকের খুলনার লাউডোব এলাকার আব্দুল হাকিম (১৮) নামে এক জেলে।

গত ৩৪ ঘন্টা পর আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় বানিয়াশান্তার আমতলী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-বাহিনীর একটি ডুবুরি দল। ) বাহিনীটির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছিলেন, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল।

এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।

Share Now

এই বিভাগের আরও খবর