১৪ বছরে অঢেল সম্পদের মালিক হয়েছেন সার্ভেয়ার আজিজ 

আপডেট: November 4, 2024 |
inbound5407223765319637729
print news

আকতারুজ্জামান নাইম নওগাঁ, জেলা প্রতিনিধি: মাত্র ১৪ বছরে অঢেল সম্পদের মালিক হয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার আব্দুল আজিজ ।

নামে বেনামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। আব্দুল আজিজের বাড়ি মান্দা উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর গ্রামের ঠনঠনিয়া পাড়াতে।

তার পিতা আব্দুল জলিল মান্দা উপজেলার কুসুম্বা ইউপির সাবেক ইউপি সদস্য।

চাকুরি পাওয়ার কয়েক বছরের মধ্যে দুর্নীতির মাধ্যমে অবৈধ ভাবে সম্পদের মালিক হয়েছেন । মাত্র ১৪ বছরে অর্জিত অর্থে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন এই সার্ভেয়ার।

প্রতিবেশীদের সূত্রে জানাগেছে,তার বাবা পৈত্রিক সূত্রে বাড়ী-ভিটাসহ মাত্র ৫ থেকে ৬ বিঘা জমি পেয়েছেন। তার বাবা  অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন তাকে।

এরপর ২০০৯ সালের অক্টোবর মাসে জলিলের ছেলে আব্দুল আজিজ সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার পদে যোগদান করেন। যোগদানের পর থেকে সার্ভেয়ার আজিজের শুরু হয় তেলেসমাতি।

ক্রম্বানয়ে পরিবর্তন হতে থাকে ভাগ্যের চাকা। চাকরির নামে আলাদ্দিনের চেরাক হাতে পেয়ে যান তিনি। শহরে ও গ্রামে নামে বেনামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ।

মান্দা উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর মোড়ে গড়ে তুলেছেন এলপিজি গ্যাসের পাম্প। ক্রয় করেছেন এলাকায় ভিটাসহ ধানী জমি।

অভিযোগ রয়েছে, টাকার গরমে নিজ পজিশনের জমি না হলেও প্রতিবেশীকে কোণঠাসা করতে তাদের আঙ্গিনার সামনে চড়া মূল্যে জমি ক্রয় করেন আজিজের পরিবার।

প্রতিবেশীরা বলেন এর আগে আজিজের অঢেল সম্পদের বিষয়ে দূর্নীতি দমন কমিশনে অভিযোগও হয়েছিল। সেটিও বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয় ।

এরপর সেই অভিযোগের বাদী মারা গেলে তা ধামাচাপা পড়ে যায়। এখন প্রমোশন পেয়ে তিনি সওজের উপসহকারি প্রকৌশলী হিসেবে চাঁপাই নবাবগঞ্জে কর্মরত আছেন।

অনুসন্ধানের ১ম পর্বে আব্দুল আজিজের এসব সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার কোন সম্পদ নেই। তিনি চাকরি করে সাদামেটে জীবন যাপন করেন। এরপর ফোনটি রেখে দেন তিনি ।

Share Now

এই বিভাগের আরও খবর