রাজধানী জুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

আপডেট: November 5, 2024 |
inbound6198404458790601127
print news

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সম্মেলনস্থলের আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানী কার্যত অচল। সকাল সকাল যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়েছে।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামি মহাসম্মেলন যোগ দিতে হাজার হাজার অংশগ্রহণকারী এসেছেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা ভরে গেছে আলেম ওলামাদের ভিড়ে।

সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলন স্থলের দিকে যেতে দেখা গেছে। মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়। এতে করে মেট্রোরেলে বাড়তি চাপ পড়ে।

সকাল পৌনে সাতটার দিকে সার্ক ফোয়ারা মোড়ে অন্তত ১০ মিনিট আটকে ছিলেন জিনিয়া হাসান। তিনি বললেন, ‘অন্য দিন এত সকালে এমন যানজট কখনই দেখিনি। আজ এত সকাল থেকে রাস্তায় অনেক যানবাহন দেখলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল থেকে আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজট। রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমাবেশে আসা লোকদের ভিড়।

সকাল থেকে যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারাও দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলেন। যানজটের কারণে কিছু কিছু বিভাগে ক্লাস বাতিল করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গতকাল রাত থেকে ক্যাম্পাসের আশপাশে আমরা গাড়ি রাখতে দিইনি। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বিনের হেফাজতের লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঘুরে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও আলেম ওলামাদের অবস্থান নিতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে তারা সমাবেশে এসেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর