গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

আপডেট: November 5, 2024 |
inbound7154207150546758673
print news

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের মোগরখাল, কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা এ আন্দোলনে নামেন বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, বকেয়া বেতন আদায়ের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকেরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, টিএনজি গ্রুপে ৩ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিক পক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চার থেকে পাঁচটি কারখানায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ ছাড়া ওই এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এ ছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকেরা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর