জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও বিশাল সমাবেশ 

আপডেট: November 9, 2024 |
inbound6627647176277454264
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা  বিএনপির আয়োজনে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, আব্দুস ছামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাতী দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,সদস্য এফতাদুল হক,  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরন করে নতুন করে  ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।

জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে।

এই ঘটনার আলোকে জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর