আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

আপডেট: November 9, 2024 |
inbound179473672774176495
print news

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরভাবে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।

শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল।

এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না।

প্রসঙ্গত, শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আগামীকাল (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত দুটি পোস্টে এ ডাক দেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর