বগুড়ায় ডিএনসির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: November 10, 2024 |
inbound8227685274568725562
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা সদর উপজেলার গোকুল এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

০৯ নভেম্বর (শনিবার) দিবাগত রাত ডেরটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক” সার্কেল, জেলা কার্যালয় অভিযান করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী HB TRVELS মেট্রো-ব-১২-২১২৬ নামীয় একটি যাত্রীবসহী বাসে ও-৩ নং সীটে টিকিট বিহীন বসা অবস্থায় মোছাঃ রমিছা বেগম(৪৫) এবং ও ৪ নং সীটে টিকিট বিহীন বসা অবস্হায় নূর মোহাম্মাদ (২৬) কে তল্লাশি করা হয়।

এ সময় ও ৩ নং সীটে বসা মোছাঃ রমিছা বেগমের পায়ের নীচে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ১০০ বোতল ফেন্সিডিল ও ৪ নং সীটে বাসা নূর মোহাম্মদ এর দুই পায়ের মাঝে ডান হাতে ধরা অবস্থায় প্লাস্টিকের বস্তার ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ছোট বড় গাঁজার তিনটি গাঁজার রোলে মোট ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী রমিছা বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নওদাবাশ গ্রেমের মৃত গোলাম রব্বানী এর স্ত্রী এবং গ্রেফতারকৃত নূুর মোহাম্মদ একই জেলা ও থানাধীন বড়লই সর্দারপাড়া গ্রামের মোঃ লেবু ব্যাপারীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৪(গ) ও ১৯(খ)ধারায় বগুড়া সদর থানায় মামলার দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর