গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

আপডেট: November 10, 2024 |
inbound2607086150446127588
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরও একজন।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিন টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর থানার  আন্দি গ্রামের মো: সবুর মিয়ার ছেলে মো: নাসির উদ্দিন (২৩), একই এলাকার সৈয়দ আলীর ছেলে জুয়েল (৩২) টাঙ্গাইলের মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি গ্রামের মো: সৈয়দ আলীর ছেলে মুসলেম উদ্দিন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলা বৃষ্টি সিএনজি পাম্প এলাকায় একই দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস পিছন দিক থেকে প্রাইভেট কারে ধাক্কা দেয়।

ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন দৌড়ে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত অস্থায় একজন ও গুরুত্বপূর্ণ আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর